আচারি কাব্যের গল্প

আচারি কাব্য একটি প্রিমিয়াম বাংলাদেশী আচার ব্র্যান্ড যার মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্যকর ও সুস্বাদু আচারের মাধ্যমে মানুষের জীবনে সুখের স্মৃতি তৈরি করা। আমরা শুধু আচার বিক্রি করি না, আমরা বিক্রি করি একটি আবেগীয় অভিজ্ঞতা - যা পারিবারিক বন্ধন, ঐতিহ্য এবং সুখের মুহূর্তগুলোকে সমৃদ্ধ করে।

Achari Kabbo Chef Rajan
গল্পের শুরু

আমি রাজন মিয়া

শৈশব থেকে রান্না আমার কাছে এক বিস্ময়ের বিষয়। প্রতিটি খাবারের আলাদা আলাদা স্বাদ আর ঘ্রাণ মনে হত জাদুকরী বিষয়। মাধ্যমিকে অধ্যয়ন কালে মায়ের প্ররোচনায় রান্নায় হাতেখড়ি। এরপর নিত্য নতুন রান্না করে নিজেকে সমৃদ্ধ করার পালা। পাশাপাশি চারপাশের মানুষের প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে।

আচারি কাব্যের যাত্রা

সময়টা ২০২৩

২০২৩ সালে বন্ধু-বান্ধবীর উৎসাহে বাণিজ্যিকভাবে আচার বানানো শুরু। সে থেকেই “আচারি কাব্য” এর জন্ম। আমার লক্ষ্য ছিল স্বাস্থ্যকর ও সুস্বাদু আচার তৈরি করা, যা খেয়ে মানুষ আনন্দ পাবে এবং প্রিয়জনদের উপহার দিতে পারবে। ভাবতে আনন্দ জাগে প্রাণে, আমার বানানো আচার এখন বিশ্বের ৩১ টা দেশে পৌঁছে গেছে।

আমার বিশ্বাস

কেন আচারি কাব্য

আমি বিশ্বাস করি, আচার শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি তৈরি করে সুখের স্মৃতি। একটি পারিবারিক আড্ডায় আচার দিয়ে খাবার খাওয়া, যখন মন চায় একটু টক-মিষ্টি-ঝাল আচারের স্বাদ নেয়া,  প্রিয়জনকে উপহার দেওয়া, বা বিশেষ অনুষ্ঠানে আচার পরিবেশন করা – এসব মুহূর্ত হয়ে ওঠে অমূল্য স্মৃতি। আমি চাই আচার খেয়ে বা উপহার দিয়ে মানুষ নিজের জন্য, পরিবারের জন্য সুখ স্মৃতি তৈরি করুক।

“আচারি কাব্য”-এর মাধ্যমে আমি সেই সুখের স্মৃতি তৈরি করতে সাহায্য করতে চাই। প্রতিটি আচারে আমি ব্যবহার করি সর্বোচ্চ মানের তাজা ফল, শাকসবজি ও মশলা, যা সংগ্রহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত কৃষকদের কাছ থেকে।

আরো কিছু কথা

আমার উৎসাহ

রান্নার পাশাপাশি আমি নিজে ম্যারাথন করি, ড্যান্সিং করি, যাতে অর্জন করেছি অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার। যেহেতু আমি নিজেই স্বাস্থ্য সচেতন, তাই আচার বানানোর ক্ষেত্রেও স্বাস্থ্যকর উপাদান ব্যবহার এবং স্বাস্থ্যকর উপায়ে তৈরি করাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিই।

আমার প্রতিটি আচার হাতে তৈরি, যেখানে স্বাস্থ্যকর উপাদান ও নিজস্ব প্রস্তুত পদ্ধতি নিশ্চিত করা হয়, যেখানে মানুষ খুজে পাবে আসল আচারের স্বাদ।

আচারি কাব্য ব্র্যান্ড

ভিশন-মিশন

ভিশন (Vision)

দেশে বিদেশে প্রতিটি বাঙালি পরিবারে আচারি কাব্যের আচার থাকবে

মিশন (Mission)

সকল ক্রেতা-ভোক্তাকে আচার কিনতে, খেতে, উপহার দিতে ভালো অভিজ্ঞতা প্রদান করা

Our incredible team are here for you

Nicole Williams

Company Director
"Profit in business comes from repeat customers; customers that boast about your product and outstanding service"

Bjorn Gunnarson

Head of Design
"Loyal customers, they don’t just come back, they don’t simply recommend you, they insist that their friends work with you."

Charlotte Banks

Research & Development
"You’ll never have a product or price advantage again. They can be easily duplicated, but a strong customer focus can’t be copied."

Sam Gallagher

Customer Support
"Get closer than ever to your customers. So close that you tell them what they need well before they realize it themselves."

আচারি কাব্য কাস্টমার রিভিউ

Whatsapp review রসুনের আচার রিভিউ
এনার্জি বল রিভিউ মেসেন্জার

In the press

ক্যাশ অন ডেলিভারি

SteadFast হোম ডেলিভারি

সহজে পণ্য ফেরত

৭ দিনের মধ্যে রিফান্ড

আমাদের প্রোমিজ

স্বাদ, স্বাস্থ্য ও স্মৃতির নিশ্চয়তা

নিরাপদ পেমেন্ট

বিকাশে নিশ্চিন্তে পেমেন্ট

🛠️ Change